আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়ার পক্ষে।
তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে। আসন্ন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।
মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশন আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ মন্তব্য করেন।
কাদের বলেন, আওয়ামী লীগ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘এখানে রাখঢাক করার কিছু নেই। দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার বাড়ানোর আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: আ’লীগের হাত ধরে বাঙালি জাতির সব অর্জন এসেছে: তথ্যমন্ত্রী
উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা আরও দলের সঙ্গে আলোচনা করেছি। অনেক দল ইভিএম ব্যবহারকে সমর্থন করেছিল। আগে ইভিএম সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এখন সম্পূর্ণ ধারণা আছে। অনেকে বলেছেন ইভিএম ছাড়া তারা নির্বাচনে যাবে না।’
তিনি আরও বলেন, আমি সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
বৈঠকে নয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে আলোচনার জন্য ৩৯টি রাজনৈতিক দলকে ডেকেছে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ১৩টি দলকে ১৯ জুন ইসি কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয় এবং ২১ জুন আলোচনায় যোগ দেয় আরও ১৩টি দল।
আরও পড়ুন: আগুন নিয়ে খেলবেন না, বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি
পদ্মা সেতুর ভিত্তি নিয়ে মিথ্যাচার করে নিজের রেকর্ড ভাঙলেন মির্জা ফখরুল: তথ্যমন্ত্রী