দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকালে তেজগাঁও জেলা আওয়ামী লীগ ভবনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা জেলা আওয়ামী লীগের মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে বিভক্তি থাকলে আমাদের শত্রুরা সুবিধা নেবে।’
কাদের বলেন, এদেশের ইতিহাসে দু’টি নাম অমর: বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।
‘১৯৭৫ সালে আমরা যে যুদ্ধ করেছি তা ছিল টিকে থাকার লড়াই’ উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৫ সালের পর শেখ হাসিনা এদেশের সবচেয়ে বড় অর্জন। তার নেতৃত্বেই সব উন্নয়ন হয়েছে।’
আরও পড়ুন: সরকার কচুরিপানার পানি নয় যে ধাক্কা দিলে পড়ে যাবে: হানিফ
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির অত্যাচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। আওয়ামী লীগের ২২ হাজার নেতাকর্মীদের হত্যা করেছে বিএনপি।
তিনি প্রশ্ন রেখে বলেন, যারা ভুয়া ভোটার তৈরি করে, ভোট চুরি করে, সন্ত্রাস করে এবং ক্ষমতা দখল করে তাদের কাছ থেকে আওয়ামী লীগ কী শিক্ষা নেবে?
কাদের বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা কঠোর হাতে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।
তিনি বলেন, ‘আন্দোলনের নামে যে হাতগুলো আগুন নিয়ে আসবে আমরা তাদের পুড়িয়ে দেব। ‘আমরা লাঠি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর হাত ভেঙে দেব।’
আরও পড়ুন: বিএনপি থাকলে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না: তথ্যমন্ত্রী