বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৯ জুলাই) ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও ডিবি প্রধান হারুন-অর-রশিদ এক সঙ্গে দুপুরের খাবার খাচ্ছেন।
শনিবার বিভিন্ন এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: বিএনপির অবস্থান কর্মসূচিতে সহিংসতা-অগ্নিসংযোগ
এর আগে পুলিশ তুলে নিয়ে গেলে আমান অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান হাসপাতালে বিএনপি নেতা আমানকে দেখতে যান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় হাফিজুর প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, এক ঝুড়ি ফল ও জুস গ্রহণের প্রস্তাব দেন এই বিএনপি নেতার কাছে।
তিনি আরও বলেন, আমান দেশের অন্য কোনো হাসপাতালে চিকিৎসার জন্য যেতে চাইলে তার ব্যবস্থাও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাফিজুর আরও বলেন, বিএনপি নেতা উপহার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীকে তার সদয় আচরণ এবং তার রাজনৈতিক শিষ্টাচারের জন্য ধন্যবাদ জানান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় ২ বাসে আগুন
বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ২০ পুলিশ আহত, আটক ৯০: ডিএমপি