ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষে দলটির সভাপতি তামান্না জেসমিন রিভাসহ কমপক্ষে ১২ থেকে ১৫ জন আহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
সাধারণ সম্পাদক রিভা ও রাজিয়া সুলতানার বিরুদ্ধে সিট বাণিজ্য, চাঁদাবাজি, ছাত্রী নির্যাতন, হোস্টেল ও ক্যান্টিন দখলসহ কিছু অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি তারা জুতার দোকান থেকেও চাঁদাবাজি শুরু করেছে।
রিভা ও রাজিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কলেজ প্রশাসন ও বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: বিএনপি সাম্প্রদায়িক দল এবং পাকিস্তানকে ভালোবাসে: ওবায়দুল কাদের