শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এমএ হকের ছেলে ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হকের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী জানান, নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এমএ হকের শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার বিকালে তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, প্রবীণ এ বিএনপি নেতার মৃত্যুর খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির অনেক নেতা-কর্মী হাসপাতালে উপস্থিত হন।