দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ব্যবসায়ী ও ধনী ব্যক্তিদের জন্য কয়েক হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এছাড়া বিশেষ হাসপাতালসহ অন্যান্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শুধু ধনীদের জন্য।’
মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের সময় বিএনপি নেতা আরও বলেন, ‘দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘব করতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রান্তিক মানুষের অনাহার ও খাদ্য সংকট নিয়ে সরকার খুব একটা চিন্তিত নয়।’
‘মানুষ এখন অনাহারে মারা যাচ্ছে এবং তাদের মরদেহ যেখানে সেখানে পাওয়া যাচ্ছে। খাবারের অভাবে এবং ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিরাজগঞ্জে একটি শিশু আত্মহত্যা করেছে। এভাবে চলতে পারে না,’ যোগ করেন তিনি।
বিএনপি নেতা-কর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী সারা দেশে ত্রাণসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও জানান রুহুল কবির রিজভী।