আরও পড়ুন: রোহিঙ্গা সঙ্কট: মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি সেতুমন্ত্রীর আহ্বান
তিনি বলেন, ‘বিএনপি তারা ক্ষমতায় থাকাকালে আমাদের দলের অন্তঃসত্ত্বা নারীকেও মারধর করেছে। বিরোধী দলে থাকাকালে আমাদের সব নেতারা মাঠে ছিল। কর্মীরা আসতে না পারলেও, নেতারা উপস্থিত থাকতেন। অথচ বিএনপি নেতারা বাসায় বসে ফোনে পুলিশের গতিবিধির খবর নেয়। কর্মসূচি ডেকে বাসায় বসে হিন্দি সিনেমা দেখে।’
আরও পড়ুন:পদ্মা সেতুর কাজ আগামী ১ বছরের মধ্যেই শেষ হবে: সেতুমন্ত্রী
সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
কর্মীদের চাঙা রাখার জন্যই বিএনপি শুধু আন্দোলনের কথা জানায় উল্লেখ করে তিনি বলেন, ‘দেখতে দেখতে সরকারের ১২ বছর কেটে গেল। আন্দোলন হবে কোন বছর? প্রতি বছরের শুরুতেই সরকার পতনের আন্দোলন, গণঅভ্যুত্থান করার কথা জানায় বিএনপি, কিন্তু গণঅভ্যুত্থান তো দূরের কথা ছোট একটা মিছিলও তো তৈরি করতে পারেনি।’
আরও পড়ুন: বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে: সেতুমন্ত্রী
‘বেগম জিয়ার মুক্তিকে তারা নিজেদের সাফল্য মনে করে, কিন্তু এই কৃতিত্ব শেখ হাসিনার,’ বলেন ওবায়দুল কাদের।
মধ্যবর্তী নির্বাচনের দাবিকে তামাশা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন মামা বাড়ির আবদার নয়। আমরা মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী তামাশা চাই না।’
আরও পড়ুন: পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান সেতুমন্ত্রীর
তিনি বলেন, ‘বিএনপি ভোট ডাকাতির কথাটা বলে, কিন্তু তাদের সময় সকাল ৯টার মধ্যে অনেক জায়গায় ভোট শেষ হয়ে গেছে। এ ধরনের নির্বাচন আমরা করিনি।’
সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি আওয়ামী লীগ নেত্রীর প্রতি আস্থাশীল ছিলেন এবং দলের জন্য অনেক কাজ করেছেন।
আরও পড়ুন: প্রকৌশলীদের পদোন্নতির জন্য ঢাকায় এসে ঘোরাফেরা না করার আহ্বান সেতুমন্ত্রীর
মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘প্যানডামিক (মহামারি) পরিস্থিতির কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রধানমন্ত্রী তদারকি করছেন। মন্ত্রিসভার বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে কোথাও কোনো অচল অবস্থা সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই।’