বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে।
বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
ঢাকা উত্তর মহানগর বিএনপি সকালে বনানী কবরস্থানে কোকোর কবরে কোরআন পাঠ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
আরও পড়ুন: নতুন বিল অনুগত লোকদের নিয়ে আরেকটি ইসি গঠনের চক্রান্ত: বিএনপি
এছাড়া বিএনপির ঢাকা উত্তর মহানগর শাখার ২৬টি থানা ইউনিটে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে বিকাল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি এবং এর নগর ও জেলা শাখার বিভিন্ন সহযোগী সংগঠনও সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে।
২০১৫ সালের ২৪ জানুয়ারি, কোকো মালয়েশিয়ায় ৪৫ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
২৭ জানুয়ারি তার মরদেহ দেশে ফিরিয়ে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।