বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে দলটির নেতারা।
বুধবার বেলা ১১টার সময় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে এই স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানো না হলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর দায় সরকারকে নিতে হবে।
বক্তরা বলেন, সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্য দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতেই দেশ নেত্রীর প্রতি এমন মনুষ্যত্বহীন আচরণ করছে। মানবিক বিবেচনায় বেগম জিয়াকে মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর দাবি জানান তারা।
এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেরছ আলী ইছাসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি: মির্জা ফখরুল
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে: আইনমন্ত্রী