আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আইনি কাঠামোর বাইরে তাদের কিছু করার নেই।
শনিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আরও পড়ুন: বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়: কাদের
এসময় এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘(বিএনপি) খালেদার স্বাস্থ্য নিয়ে যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি তার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে। এটি এখন নোংরা পর্যায়ে চলে গেছে।’
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেন, ‘বিএনপি সমর্থিত আইনজীবীরা মামলাগুলো নিয়ে দীর্ঘসূত্রিতা করছেন এবং খালেদা জিয়াকে মরার আগেই কয়েকবার মেরে ফেলছে মির্জা ফখরুলরা।’
আরও পড়ুন: আমন্ত্রণ ছাড়াই কিছু বিদেশি আসেন: কাদের
বিএনপি নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে: কাদের