এ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা সকালে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় তারা বিদেহী আত্মার শান্তি কামনা করে সূরা ফাতেহা পাঠ ও দোয়া করেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই দিনে আমরা শপথ নিলাম, যেকোনো ত্যাগের বিনিময়ে হলেও আমরা দেশের গণতন্ত্রকে মুক্ত করব। খালেদা জিয়াকে মুক্ত করব।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী তার দেয়া ১৯ দফাকে বাস্তবায়ন করব।’
এদিন সারাদেশে থাকা দলীয় কার্যালয়ে বিএনপির পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়ার ব্যবস্থা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
দিনটি উপলক্ষে বিকালে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
সেইসাথে, বিএনপির অঙ্গসংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ীতে জন্ম নেয়া জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দেশের সপ্তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।