ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশ সদস্য পারভেজ হত্যার ঘটনায় দায়ের করা মামলার কারণে আত্মগোপনে থাকা বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ(জিএমপি)।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে সদর থানার লক্ষীপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– শেরে বাংলা নগর থানা বিএনপির আমতলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, সদস্য মো. ইমরান, মো. মনির হোসেন ও বাদল দাস।
বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের সদর থানাধীন লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে আত্নগোপনে থাকা অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করে জিএমপির ডিবি পুলিশ।
আরও পড়ুন: ২৮ অক্টোবর নয়াপল্টনে ও রাজারবাগে নাশকতার সঙ্গে জড়িত ছাত্রদলনেতা গ্রেপ্তার: ডিএমপি
পরে গ্রেপ্তার ইমরানকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গত ২৮ অক্টোবর ঢাকার পল্টনে পুলিশ সদস্যদের উপর হামলা ও পুলিশ কনস্টেবল পারভেজ হত্যার পর তিনিসহ অন্যান্যরা গ্রেপ্তারের ভয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আত্নগোপনে আছেন।
ইমরানের দেওয়া তথ্যের আলোকে তথ্য প্রযুক্তি ও ঘটনার সময় প্রাপ্ত ভিডিও ফুটেজ-ছবি এবং তাদের মোবাইল বিশ্লেষণ করে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িত বাবুল মিয়া, মনির হোসেন ও বাদলকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আসামিদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।