গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের কমান্ডার সৈয়দ ফজলুর রহমান।
গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের এজাহারভুক্ত আসামি রাকিব হোসেন (৬৩), বোয়ালিয়া গ্রামের অজ্ঞাত আসামি মো. লিমন শেখ (২৬), একই গ্রামের মেহেদী হাসান শেখ (১৮) এবং ঘটনাস্থল গোপীনাথপুর গ্রামের মো. আশরাফুল হক (৩৫)।
আরও পড়ুন: সাবেক নৌ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছেন।
গত ১০ আগস্ট গোপালগঞ্জের গোপীনাথপুরে ঢাকা খুলনা মহাসড়কে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেয়।
এই হামলার ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে ২২ আগস্ট একটি মামলা করেন গোপালগঞ্জে অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম।