চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রতিনিধি সভা চলাকালে দুই পক্ষের মারামারি, হামলা ও চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এতে পণ্ড হয়ে গেছে ফটিকছড়ি উপজেলা বিএনপির তৃণমূলের প্রতিনিধি সভা।
মঙ্গলবার বিকালে নগরীর নাসিমন ভবন কার্যালয়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের কয়েকজন হলেন- সারোয়ার আলমগীর, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, আমান উল্লাহ, নাজিম উদ্দিন শাহীন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, নাসিমন ভবনে ফটিকছড়ি উপজেলা বিএনপির সভা চলাকালে দু’পক্ষের মধ্যে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, উত্তর জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতাদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রতিদিন দুই উপজেলার প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়ে আসছে। মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বিকালে ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি সভা বিবাদমান দু’গ্রুপের সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায়।
প্রতক্ষ্যদর্শী কয়েকজন নেতা জানান, দুপুর ২টার দিকে সভা শুরু হওয়ার আগেই সভাস্থল নাসিমন ভবনের তৃতীয় তলায় দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীরের ২০ থেকে ২৫ জন কর্মী। এ সময় গোলাম আকবর খোন্দকার তাদের বেরিয়ে যেতে বললে বিরোধ সৃষ্টি হয়।
এ ব্যাপারে জানতে গোলাম আকবর খোন্দকারকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেন, আমাদের পূর্ব নির্ধারিত প্রতিনিধি সভায় কর্নেল বাহার ও তার ভাইয়ের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের দল হামলা করেছে। এতে তিনিসহ পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় পার করছেন: বিএনপি
সিরাজগঞ্জে বিএনপির ৯ নেতার পদত্যাগ