এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের ‘ঘাতক’ বলেও আখ্যা দেয় দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই নির্বাচন (চসিক নির্বাচন) ভোটের নামে চূড়ান্ত পর্যায়ের তামাশা ও প্রহসন ছাড়া কিছু নয়। এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন মানুষের কাছে অচেনা রয়ে গেছে।’
চসিক নির্বাচনের বিভিন্ন অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিভিন্ন অভিযোগ করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
চসিক নির্বাচনের উত্তাপ পৌঁছেছে সংসদ অধিবেশনেও
বিএনপির এই নেতার অভিযোগ, সকালে ভোটগ্রহণ শুরুর পরপরই তাদের দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এজেন্টদের বেশিরভাগ ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
রিজভী জানান, তারা চসিক নির্বাচনে ভোটের ৩ ঘণ্টার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে ইসির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।
‘এটি একটি নজিরবিহীন নির্বাচন,’ বলেন তিনি।
প্রাণহানি, সংঘর্ষ, কেন্দ্র দখলে শেষ হলো চসিক নির্বাচন
তিনি জানান, বিভিন্ন অনিয়ম ও ভোট ‘জালিয়াতি’ নিয়ে তারা প্রায় ২০টি লিখিত অভিযোগ করেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে এবং দু'জন নিহত হয়েছেন। এটি সহিংসতার একটি নির্বাচন। সরকার কী ধরনের শান্তিপূর্ণ নির্বাচন চায় এটি তার একটি উদাহরণ। ভোটগ্রহণ শুরুর দুই-তিন ঘন্টার মধ্যেই এটি পরিষ্কার হয়ে গেছে। নগরীর নির্বাচনী এলাকায় চরম সহিংস পরিবেশ বিরাজ করছে।’
চসিক নির্বাচন: নির্বাচনী সহিংসতায় নিহত ২
চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় বিএনপির অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
‘ভোটারদের ভোটকেন্দ্রে যেতেও বাধা দেয়া হয়েছে,’ বলেন রিজভী।
এছাড়া নির্বাচনের উপযুক্ত পরিবেশ ও ভোটারদের সুরক্ষার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
চসিক নির্বাচন: বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আটক
এদিকে চসিক নির্বাচন চলাকালে প্রায় সব কেন্দ্র থেকে ভোটার ও এজেন্টদের বের করে দিয়ে নেতা-কর্মী ও কাউন্সিলর প্রাথীদের ওপর মামলা, বহিরাগত ভোটার দিয়ে ভোট ডাকাতির অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
বুধবার সকালে নিজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি বলেন, ‘ভেবেছিলাম এ নির্বাচনের মধ্য দিয়ে ভোটের সংস্কৃতি ফিরলেও ফিরতে পারে। হয়তো মানুষ ভোটাধিকার পাচ্ছে এর মধ্য দিয়ে। কিন্তু আমরা এ নির্বাচনে ভোট ডাকাতির নগ্নতা দেখতে পাচ্ছি।’
এছাড়া পুলিশ সদস্যরা বিএনপির অনেক ভোটারকে কেন্দ্রে ঢুকতে দেয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘এখন নির্বাচনের অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নয়, প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে প্রশাসনের সাথে। রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে ভোট হচ্ছে। ভোট ডাকাতিতে প্রশাসন আর আওয়ামী লীগ একাকার হয়ে গেছে।’
অপরদিকে, ভিত্তিহীন নানা অভিযোগ তুলে চসিক নির্বাচনকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
বুধবার দুপুরে বহদ্দারহাটে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।
ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, ‘সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। ভোটারদের সাথে কথা বলেছি। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন। অথচ বিএনপির মেয়র প্রার্থী মিথ্যাচার করে চসিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’
চসিক নির্বাচনকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
উল্লেখ্য, দুজনের প্রাণহানি, সংঘর্ষ, হামলা, গোলাগুলি আর কেন্দ্র দখলের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
বিকাল ৫টা থেকে ভোট গণনা শুরু হওয়ার পর নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে ফলাফল প্রকাশ করা হবে।