শিবগঞ্জে শুক্রবার বিকালে মুজিব বর্ষের ক্ষণগণনার অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল গ্রুপের সাথে উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতিকুল ইসলাম জানান, অনুষ্ঠানের স্থানটি ছোট হওয়ায় চেয়ারে বসাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।