বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কিছু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তার মেডিকেল টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামীকাল (রবিবার) বিএনপি চেয়ারপার্সনের আরও কিছু পরীক্ষা করা হবে।
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।
পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
জাহিদ বলেন, মেডিকেল বোর্ড পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে।
৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে