বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। বুধবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
এলডিপি নেতা বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সাংবিধানিক অধিকার রয়েছে। সরকার প্রতিশোধের মনোভাব থেকে অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ারসহ সিনিয়র নেতাদের গ্রেপ্তার করেছে। এটি একটি বেআইনি কাজ।
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলনের আহ্বান বিএনপির
তিনি বলেন, জামায়াতের নেতারা একটি বাসায় বসে শান্তিপূর্ণভাবে তাদের দলের কার্যক্রম নিয়ে আলোচনা করছেন। এতে দোষের কিছু নেই।
অলি বলেন, এটা দুঃখজনক যে বর্তমান সরকার দেশে ‘একদলীয় স্বৈরাচারী’ শাসন প্রতিষ্ঠা করেছে। সব ধরনের অন্যায়ের পরিণতি কখনই ভালো হতে পারে না। আমি আশা করি সরকার ঘটনাটি অনুধাবন করবে এবং অবিলম্বে গ্রেপ্তার জামায়াত নেতারাসহ তাদের মহাসচিবকে মুক্তি দেবে।
সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে পুলিশ গোলাম পরওয়ারসহ জামায়াতের আট নেতাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭
পরে তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংগঠিত এবং ষড়যন্ত্র করার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
যদিও জামায়াত এর অন্যতম প্রধান অংশীদার, ২০ দল বা বিএনপি কেউই জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির জন্য সরাসরি কোন বিবৃতি দেয়নি।
মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের মুক্তির দাবি করে একটি বিবৃতি দিয়েছেন। তিনি অবশ্য বিবৃতিতে জামায়াতের নাম বা গ্রেপ্তার নেতাদের নাম উল্লেখ করেননি।
আরও পড়ুন: চট্টগ্রামে নাশকতা মামলায় বিএনপির ১৫ নেতার জামিন
ওই বিবৃতিতে ফখরুল বলেন, সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে পাগল হয়ে গেছে।
তিনি বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের গ্রেপ্তার নেতাদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা 'বানোয়াট' মামলা প্রত্যাহারের দাবি জানান।