বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে বলে তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে কাদের বলেন, ‘জেনে শুনে ও বুঝে মিথ্যাচার করা তাদের স্বভাব।’
তিনি বলেন, ‘সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছে আদালত।’
বুধবার চার লেনের দ্বিতীয় নয়ারহাট সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন।
তিনি জানান, ‘শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দুইবার সাজা স্থগিত করেছেন, কিন্তু তারা এমন একটা দল যাদের ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নেই।’
বিএনপি দলগতভাবে হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বলেই তারা নিজ দলে অপরাধীদের লালন করে বলেও দাবি করেন তিনি।
রাজধানীর সাথে আশপাশের জেলাগুলো ঢাকা সড়ক জোনের অধীনে হওয়ায় এ জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে কাদের বলেন, ‘রাজধানীর সাথে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, সড়ক নিরাপত্তা বিধানসহ সংযুক্ত মহাসড়কগুলো পরিপাটি রাখা একটি চ্যালেঞ্জ।’
তিনি বলেন, নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হওয়ায় এ মহাসড়কটির গুরুত্ব অনেক বেশি। তাই এ সড়কটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন রাখা জরুরি।
মন্ত্রী সংশ্লিষ্টদের এ সড়ক পরিচ্ছন্ন রাখা ও যত্রতত্র ব্যানার-ফেস্টুন যাতে কেউ না লাগাতে পারে সে দিকে নজর দিতেও নির্দেশ দেন। সেই সাথে তিনি এয়ারপোর্ট রোডসহ রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার সড়কগুলোর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার ওপর জোর দেন।
তিনি স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
ভার্চুয়াল প্লাটফর্মে এ সময় সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।