বৃহস্পতিবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।
গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আমাদের কাছে শেখার আছে: সিইসি
গত ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে সিরাজগঞ্জ-১ আসন এবং গত ৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সাংসদ সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসন শূন্য হয়ে যায়।
ঢাকা-১৮ আসনে হাবিব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেনকে বিপুল ব্যবধানে পরাজিত করেন। হাবিব পান ৭৫ হাজার ৮২০ ভোট, অন্যদিকে জাহাঙ্গীর পান ৫ হাজার ৩৬৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জেডএম শাহাতাব উদ্দীন ফল ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে ‘জালিয়াতি’ হয়েছে: বিএনপি
নির্বাচনে ১৪.১৮ শতাংশ ভোট পড়েছে। ৮১ হাজার ৮১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এয়ারপোর্ট এলাকার ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সংসদীয় আসনের ২১৫টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৫ লাখ ৭৭ হাজার ৭৭৩ জন ভোটার রয়েছে। ডিএনসিসির ১, ১৭ এবং ৪৩-৫৪ ওয়ার্ডগুলো উত্তরা, ক্যান্টনমেন্ট ও গুলশান থানায় পড়েছে।
সিরাজগঞ্জ-১ আসনে জয় ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা পান মাত্র ৪৬৮ ভোট। ভোট পড়েছে ৫১.৭৬ শতাংশ।