রাজধানীর নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
আরও পড়ুন: কোনোভাবেই রাজপথে সমাবেশ করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
শুনানির সময় ফখরুল ও আব্বাসের পক্ষে ছিলেন মাসুদ আহমেদ তালুকদার ও ওমর ফারুক ফারুকীসহ একদল আইনজীবী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তরিকুল ইসলাম এই দুই রাজনৈতিক নেতাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আবু তাদের কারাগারে পাঠানোর পক্ষে সমর্থন করলে বিরোধীতা করেন আইনজীবী মাসুদ ও ওমর।
উভয় পক্ষের যুক্তি শোনার পর বিচারক আসামিপক্ষের আইনজীবীদের জামিনের আবেদন নাকচ করে দেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দুজনকে কারাগারে পাঠান।
বুধবারের সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হওয়ার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার ভোররাতে ঢাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।
শুক্রবার রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ বলেন, বৃহস্পতিবার পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার প্ররোচনা, পরিকল্পনা ও নির্দেশনা, ককটেন বোমা বিস্ফোরণ এবং সরকারি সম্পত্তি ও জীবন ধ্বংস করার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: অবশেষে বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ হচ্ছে গোলাপবাগ মাঠে
১০ ডিসেম্বর সমাবেশস্থল: ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করবে বিএনপির ২ সদস্যের প্রতিনিধি দল