বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার আগামী বছর দেশে সম্ভাব্য দুর্ভিক্ষের কথা বলছেন, কারণ তার সরকার ‘অনিয়ম’ দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে নিয়ন্ত্রণ হারাচ্ছে।
তিনি বলেন, প্রশাসনসহ কিছুই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই।
মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে সম্ভাব্য দুর্ভিক্ষ সম্পর্কে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, আমরাও বুঝতে পারছি না তিনি কেন এমন বলছেন এবং সমস্যাটা কোথায়?
তিনি বলেন, মাত্র কয়েকদিন আগে সরকার দাবি করেছিল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ‘এখন আবার কী ঘটেছে যার জন্য তারা আশঙ্কা করছে যে দেশ খাদ্য সংকটের মুখোমুখি হবে? আসল কথা হল প্রতিটি সেক্টর এবং সব জায়গায় ব্যাপক দুর্নীতি। এবং তারা এখন আর এটা সামাল দিতে পারছে না।’
আরও পড়ুন: দেশের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়: ওবায়দুল কাদের