বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গত শনিবার দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভায় আগের মতোই ব্যাপক সহিংসতা, রক্তপাত ও ভোট ডাকাতির নির্বাচন করেছে ক্ষমতাসীনরা। সর্বত্র চর দখলের মতো কেন্দ্র দখল করে ভোট কারসাজির ডিজিটাল মেশিন ইভিএম দিয়ে প্রকাশ্যে কারচুপি করা হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি মেয়র প্রার্থীর গাড়িতে হামলা
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘দেশের জনগণ জানে, আওয়ামী লীগের আমলে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে হার-জিৎ নির্ধারিত হয় না। হার-জিৎ নির্ধারিত হয় গণভবনে।’
‘নির্বাচন কমিশন স্রেফ আওয়ামী লীগের নির্বাচনী পোস্ট বক্স। নির্বাচন কমিশনের কাজ, আওয়ামী লীগের হাই কমান্ড থেকে পাঠানো তালিকা প্রকাশ করা। এ খেলার মাস্টার মাইন্ড শেখ হাসিনা আর খেলোয়াড় হিসেবে আছে পুলিশ প্রশাসন,’ বলেন বিএনপির এ নেতা।
আরও পড়ুন: পৌর নির্বাচন: ফেনীর দাগনভূঞায় ককটেল বিস্ফোরণে আহত ৩
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ। নির্লজ্জ রেফারি নির্বাচন কমিশন সরকারের হাতের পুতুল হয়ে গেছে।
রিজভীর অভিযোগ, ‘পূর্ব নির্ধারিত এসব একতরফা নির্বাচনকে একটু রমরমা করতেই এবারের মডেল ছিলেন আব্দুল কাদের মির্জা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকায় বসুরহাট পৌরসভায় তার আপন ছোট ভাই বহুল আলোচিত আব্দুল কাদের মির্জা বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের এই নাটক মানুষ আগেই টের পেয়েছিল।’
আরও পড়ুন: পৌর নির্বাচন: বোয়ালমারী আ’লীগের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন
‘রকিবুল হুদা কিংবা নূরুল হুদা চক্র গত এক দশক ধরেই বেহুদা নির্বাচনের মাধ্যমে যে নানা রকম নির্বাচনী মডেল জন্ম দিয়েছেন তা জনগণের স্মৃতি থেকে এখনও বাসি হয়ে যায়নি। কখনো নির্বাচন ছাড়াই ১৫৪ এমপি আবার কখনো ভোট ছাড়াই নিশিরাতের এমপি- এইসব মডেলের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের চাহিদা পূরণে এবার বেহুদা কমিশনের লেটেস্ট আবিষ্কার বসুরহাট মডেল। বসুরহাট পৌর নির্বাচন আওয়ামী ভণ্ডামির নতুন মডেল,’ বলেন তিনি।
তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব এবং নিশরাতের প্রধানমন্ত্রীর বসুরহাট মডেল এর মর্মার্থ হলো সবই আমরা আমরা। এই মডেলে তারা নিজেরাই নিজেদের প্রশংসায় ভাসিয়ে দেবে আবার নিজেরাই নিজেদের বিরোধিতায় মেতে উঠবে। এমন বিরোধিতা যাতে একদিকে গণমাধমকে ব্যস্ত রাখা যায় আবার অপরদিকে নির্বাচন নামের প্রহসনকে আলোচনায় রাখা যায়। এটাই হলো বসুরহাট মডেল। আওয়ামী লীগের সকল কাজই প্রকৃতপক্ষে এক ছলনা ছাড়া কিছুই নয়।’
আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনী সহিংসতা: হত্যা মামলায় কাউন্সিল প্রার্থীসহ ১১ জন রিমান্ডে
পৌরসভা নির্বাচনে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোটকেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিতি ছিল। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন- এসব উল্লেখ করে ভোট নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীরের দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘কতবড় বেহায়া এবং সরকারের কাছে আত্মা বিক্রি করলে এমন নগদ মিথ্যা বলা যায়! নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে নির্বাচন কমিশন সরকারের ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে।’
বরাবরের মতোই শনিবারের পৌরসভার নির্বাচনগুলোতেও সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত নির্লজ্জ ছিল বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ভবানীগঞ্জে নিজের ভোট দিতে না পারা বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা