প্রেসক্লাব
দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সব দিক থেকে ফিটনেস অর্জনের আহ্বান নিয়ে দেশব্যাপী প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে ‘টোটাল ফিটনেস ডে’। শুক্রবার (৬ জানুয়ারি) ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’-প্রতিপাদ্য নিয়ে সারা দেশে দিবসটি উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।
২০২৩ সাল থেকে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
সকাল ৭টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে সচেতনতামূলক বিশেষ সেশনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও সেমিনার
ঘন্টাব্যাপী অনুষ্ঠানে ছিল- যোগ ব্যায়াম, শারীরিক ভারসাম্য পরীক্ষা বা বডি ব্যালান্স টেস্ট, সচেতনতামূলক বুলেটিন-ব্রোশিউর বিতরণসহ রয়েছে আলোচনা, প্রাণায়াম ও মেডিটেশন। শরীর চর্চাকারী ও স্বাস্থ্য সচেতনতা তৈরি করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও দিবসটি উদযাপন করে। সারাদেশের বিভিন্ন উন্মুক্ত স্থানে এ ধরনের শতাধিক সেশন আয়োজিত হয়।
দিবস পালনের মূল উদ্দেশ্য টোটাল ফিটনেস নিয়ে মানুষের ভেতর যথাযথ সচেতনতা তৈরি করা। একজন মানুষের ভালো থাকা মানে সব দিক থেকেই ভালো থাকা। সব দিক মানে শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক এই চারটি দিকেই ভালো থাকা। সব দিক থেকে ফিট থাকলেই সার্বিকভাবে ভালো থাকা সম্ভব। তাই চার ক্ষেত্রের প্রতিটি ক্ষেত্রেই ফিটনেস দরকার। দরকার টোটাল ফিটনেস।
আরও পড়ুন: আত্মহত্যার প্রবণতা: কারণ, প্রতিকার ও প্রতিরোধ
চোখ উঠা রোগের লক্ষণ, কারণ, প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা
১ বছর আগে
প্রথমবারের মতো পালিত হবে টোটাল ফিটনেস ডে
শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সব দিক থেকে ফিটনেস অর্জনের আহ্বান নিয়ে দেশব্যাপী প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে ‘টোটাল ফিটনেস ডে’। শুক্রবার (৬ জানুয়ারি) ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’-প্রতিপাদ্য নিয়ে সারা দেশে দিবসটি উদযাপন করবে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।
২০২৩ সাল থেকে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
এদিন সকাল ৭টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে সচেতনতামূলক বিশেষ সেশনের আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন: স্ট্রোক চিকিৎসা সেবায় রুপান্তর নিয়ে আন্তর্জাতিক সায়েন্টেফিক সেমিনার
ঘন্টাব্যাপী অনুষ্ঠানে থাকবে- যোগ ব্যায়াম, শারীরিক ভারসাম্য পরীক্ষা বা বডি ব্যালান্স টেস্ট, সচেতনতামূলক বুলেটিন-ব্রোশিউর বিতরণসহ রয়েছে আলোচনা, প্রাণায়াম ও মেডিটেশন। শরীর চর্চাকারী ও স্বাস্থ্য সচেতনতা তৈরি করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও দিবসটি উদযাপন করবে। সারাদেশের বিভিন্ন উন্মুক্ত স্থানে এ ধরনের শতাধিক সেশন আয়োজিত হবে।
দিবস পালনের মূল উদ্দেশ্য টোটাল ফিটনেস নিয়ে মানুষের ভেতর যথাযথ সচেতনতা তৈরি করা। একজন মানুষের ভালো থাকা মানে সব দিক থেকেই ভালো থাকা। সব দিক মানে শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক এই চারটি দিকেই ভালো থাকা। সব দিক থেকে ফিট থাকলেই সার্বিকভাবে ভালো থাকা সম্ভব। তাই চার ক্ষেত্রের প্রতিটি ক্ষেত্রেই ফিটনেস দরকার। দরকার টোটাল ফিটনেস।
আরও পড়ুন: স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও সেমিনার
আত্মহত্যার প্রবণতা: কারণ, প্রতিকার ও প্রতিরোধ
১ বছর আগে
ভোলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি হাবিবুর ও সম্পাদক অমিতাভ অপু
ভোলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান (বাংলাদেশ বেতার) ও সাধারণ সম্পাদক হিসেবে অমিতাভ অপু (দৈনিক যুগান্তর ও আরটিভির প্রতিনিধি) পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা প্রেসক্লাবের তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে কার্যনির্বাহী কমিটির বাষিক সাধারণ সভা হয়।
আরও পড়ুন: বেনাপোল প্রেসক্লাবের সভাপতিকে প্রাণনাশের হুমকি
মোট ৪০ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে, একক প্রার্থী থাকায় সভাপতিসহ ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয় সহ-সভাপতি ও সম্পাদক পদে।
এতে সহ-সভাপতি পদে ১৮ ভোট পেয়ে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান ও সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে দৈনিক যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু নির্বাচিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতরা হলেন-সভাপতি পদে এম হাবিবুর রহমান (বাংলাদেশ বেতার), সহ-সম্পাদক পদে হোসাইন সাদী (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন (গাজী টিভি), দপ্তর সম্পাদক পদে এম ছিদ্দিক উল্ল্যাহ (এটিএন বাংলা), গ্রন্থগার সম্পাদক পদে তৈয়বুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম রানা (মোহনা টিভি), নির্বাহী সম্পাদক পদে জুনু রায়হান (নিউজ২৪) ও নাসির লিটন (সময় টিভি)।
২০২৩-২৪ সালের জন্য নির্বাহী কমিটির নির্বাচনের দায়িত্ব পালন করছেন ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল আমিন নূর নবী।
আরও পড়ুন: ‘বাড়ি বাঁচাতে না পেরে’ প্রেসক্লাবের সামনে নারীর আত্মহত্যাচেষ্টা
১ বছর আগে
‘বাড়ি বাঁচাতে না পেরে’ প্রেসক্লাবের সামনে নারীর আত্মহত্যাচেষ্টা
পৈতৃক বাড়ি বাঁচাতে ব্যর্থ হয়ে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ৩৫ বছর বয়সী এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় সঙ্গে তার তিন সন্তান ছিল।
ওই নারী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, পুলিশ ওই নারী ও শিশুদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।
এসআই তাকে উদ্ধৃত করে জানান, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তার (ওই নারীর) বাড়ি বাঁচানোর বিষয়ে বিচার না পেয়ে ওই নারী হতাশ হয়ে পড়েন।
আরও পড়ুন: রুমমেটের ফেসবুক পোস্টে মানসিক চাপে কুবি ছাত্রীর আত্মহত্যাচেষ্টা
২ বছর আগে
গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই ব্যবসায়ীর মৃত্যু
পাওনা টাকা না পেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত কাজী আনিস (৪৫) কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির লাইফ সাপোর্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
জানা গেছে, হেনোলাক্স নামের একটি কোম্পানি তাকে এক কোটি ২৬ লাখ টাকা দিতে অস্বীকার করায় হতাশা থেকে সোমবার বিকাল ৫টায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনিস। এ বিষয়ে এর আগে মানববন্ধন করেছেন তিনি, কিন্তু কোন লাভ হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পানি ঢেলে আগুন নেভায় এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।
আনিসের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
আরও পড়ুন: প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা!
রাজধানীতে গায়ে আগুন দেয়া চিকিৎসকের মৃত্যু
২ বছর আগে
প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা!
পাওনা টাকা না পেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ঠিকাদার ব্যবসায়ী।
দগ্ধ ব্যবসায়ী কাজী আনিস (৪৫) কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসা করেন।
উদ্ধারকারী স্বদেশ বিচিত্রা'র রিপোর্টার জানান, বিকাল আনুমানিক ৫ টার সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুলিশের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
তিনি বলেন, নিয়ে আসার সময় কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়। তিনি জানিয়েছেন, তিনি হেনোলাক্স কোম্পানি কাছে এক কোটি ২৬ লাখ টাকা পাবেন। ওই কোম্পানি পাওনা টাকা দিচ্ছেন না। এ নিয়ে এর আগে মানববন্ধন করেছেন তিনি, কিন্তু কোন লাভ হয়নি। সোমবার গায়ে আগুন দিয়েছেন।
হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
চিকিৎসকের বরাদ দিয়ে তিনি জানান, তার শরীরের মুখ মন্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ অর্থাৎ ৮৫% দগ্ধ হয়েছে। তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: রাজধানীতে গায়ে আগুন দেয়া চিকিৎসকের মৃত্যু
রান্নার চুলা থেকে গায়ে আগুন, দগ্ধ নারীর মৃত্যু
২ বছর আগে
জনরোষ এড়াতে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান: বিএনপি
অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবি পুর্নব্যক্ত করে বিএনপি বলেছে, চিকিৎসার অভাবে খালেদা জিয়ার খারাপ কিছু হলে জনগণ সরকারকে ক্ষমা করবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য চূড়ান্ত আহ্বান জানাতে চাই। অন্যথায়, আপনাদের অবশ্যই সমস্ত দায়িত্ব কাঁধে নিতে হবে...।’
রবিবার এক সমাবেশে বিএনপি নেতা আরও বলেন, বিদেশে খালেদার উন্নত চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। অন্যথায়, তার খারাপ কিছু ঘটলে, দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। তারা আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দেবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার হার্টে আরও দুটি ব্লক, ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে
বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করার দ্রুত পদক্ষেপের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ শাখা। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন।
ফখরুল বলেন, সরকার দীর্ঘদিন ধরে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিয়ে আসছে যদিও ক্ষমতাসীন দলের দণ্ডিত নেতারা একই সুযোগ পাচ্ছেন।
২ বছর আগে
প্রস্তাবিত বাজেট লুটেরা বান্ধব: মির্জা ফখরুল
লুটকারীদের সাধারণ ক্ষমার প্রস্তাব দেয়ায় সরকারের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট লুটেরা বান্ধব, সাধারণ মানুষের জন্য নয়।
তিনি বলেন, ‘যারা জনগণের টাকা চুরি, ছিনতাই ও লুটপাট করেছে এবং পিকে হালদারের মতো তা বিদেশে জমা করেছে তাদের সাহায্য করবে এ বাজেট। তারা এখন ৭ শতাংশ কর দিয়ে বিদেশ থেকে কালো টাকা আনতে পারবে এবং কেউ এর বিরুদ্ধে কোনও প্রশ্ন তুলতে পারে না।’
শুক্রবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্যে বিএনপি নেতা আরও বলেন, অর্থ পাচারকারীরা দুদকের হাতে ধরা পড়বে না এবং কর দিলে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কোনো প্রশ্ন তুলবে না।
আরও পড়ুন: এটি লুটের বাজেট: ফখরুল
ফখরুল বলেন, সরকার এখন জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে, দেশের অর্থনীতি ও সম্ভাবনাকে ধ্বংস করছে।
২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত বিধান অনুযায়ী, বাংলাদেশ থেকে বিদেশে পাচারকৃত অর্থ ৭ থেকে ১৫ শতাংশ করের বিনিময়ে বৈধ করা যাবে।
তিনি বলেন, বাজেট নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, বাড়ি ভাড়া, পরিবহন ভাড়া এবং সারের দাম কমাতে সাহায্য করবে না। গ্যাসের দাম যেমন বাড়বে, তেমনি সার ও সব পণ্যের দামও বাড়বে। কিন্তু মানুষের ক্রয়ক্ষমতা তেমন বাড়েনি।
বাজেটে জনপ্রশাসনে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের পকেট থেকে টাকা কেটে পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও এবং সচিবালয়ে যারা কাজ করেন তাদের বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সরকার এটা করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফলে দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।
আরও পড়ুন: বাজেট অর্থনীতিকে শক্তিশালী করবে: অর্থমন্ত্রী
বাজেট ২০২২-২৩: কৃষিযন্ত্রে বিশাল ভর্তুকি
২ বছর আগে
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক মিনারুল
বান্দরবান প্রেসক্লাবের ২০২২-২০২৪ মেয়াদের জন্য সভাপতি পদে ইউএনবি ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা আমিনুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলার জেলা জনপ্রতিনিধি মিনারুল হক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩০ মে) বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক কর্ণফুলী পত্রিকার জেলা প্রতিনিধি নাছির উল আলম, কোষাধ্যক্ষ পদে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর জেলা প্রতিনিধি মুছা ফারুকী এবং যুগ্ম সম্পাদক পদে পাহাড় বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় অন্যান্যের মধ্যে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথেন চাকমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২২ মে মনোনয়নপত্র বাছাই শেষে উল্লিখিত পদের বিপরীতে কোন বৈধ প্রার্থী না থাকায় তাদের বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত বলে বেসরকারিভাবে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: শাবিপ্রবি প্রেসক্লাবের ‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ’র উদ্বোধন
কলকাতা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন ২৮ অক্টোবর
২ বছর আগে
বিশিষ্ট সাংবাদিক গাফ্ফার চৌধুরী চিরনিদ্রায় শায়িত
প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরীকে শনিবার বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
বিকাল সাড়ে ৫টায় বিশিষ্ট এই বাংলাদেশি-ব্রিটিশ লেখক ও কলামিস্টের দাফন সম্পন্ন হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি মোহাম্মদ জিয়াউল হক জানান, সকাল ১১ টা ৫মিনিটে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছায়।
আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মারা গেছেন
বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
২ বছর আগে