দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা যতটুকু খবর পেয়েছি, আজকের (শনিবার) পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীনরা সকালে থেকেই আমাদের এজেন্টদের কেন্দ্রে যেতে দেয়নি। অনেক জায়গায় বের করে দিয়েছে।’
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন যে ভোটাধিকার প্রয়োগে ভোটকেন্দ্রগুলোতে ধানের শীষের সমর্থকদের ঢুকতে দেয়া হয়নি।
আরও পড়ুন: পৌর নির্বাচন: ফেনীর দাগনভূঞায় ককটেল বিস্ফোরণে আহত ৩
বিএনপির এ নেতা বলেন, ‘প্রশাসনের সমর্থনে ক্ষমতাসীন দলের সমর্থকরা গায়ের জোরে ভোটকেন্দ্র দখল করেছেন। জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও তারা একই ধরনের কাজ করছেন।’
তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা মনে করেন এমপিদের মতো করেই তারা মেয়র হয়ে যেতে পারবেন।
মোশাররফ বলেন, নির্বাচনী ব্যবস্থাকে আওয়ামী লীগ সম্পূর্ণ ধবংস করে দিয়েছে।
আরও পড়ুন: পৌর নির্বাচন: বোয়ালমারী আ’লীগের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন
তিনি বলেন, নির্বাচন ও ভোটকেন্দ্রের অবস্থা যে কী তা নিয়ে আওয়ামী লীগের নেতারা কিছু কিছু মুখ খুলতে শুরু করেছেন। সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগের প্রার্থীরা পালানোর রাস্তা খুঁজে পাবেন না। আওয়ামী লীগের এক নেতাই এ কথা বলেছেন এবং এখন পরিস্থিতি এমনই।
নির্বাচন কমিশনের বিরোধিতা করে বিএনপির এ নেতা বলেন, এমনিতেই মানুষ ভোট দিতে পারে না, এখন আবার মেশিনে ভোট। এই মেশিনে ভোটে দুরভিসন্ধি আছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনী সহিংসতা: হত্যা মামলায় কাউন্সিল প্রার্থীসহ ১১ জন রিমান্ডে
পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার সকাল ৮টা বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে মোট ৬০ পৌরসভায় ভোটগ্রহণ বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়।
মোট ৬০ পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম ব্যবহার করা হয়েছিল এবং অন্য ৩১টিতে প্রচলিত ব্যালট পেপার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পৌর নির্বাচন: চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১১
অনুষ্ঠানে মোশাররফ বলেন, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে বসবাসরত বিএনপিপন্থী প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, তারা বাংলাদেশের বাইরে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠানটি উদযাপনের লক্ষ্যে যুক্তরাজ্যসহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় দেশগুলোর মতো এলাকায় আঞ্চলিক কমিটি গঠন করবেন।
আরও পড়ুন: ভবানীগঞ্জে নিজের ভোট দিতে না পারা বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা