তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব যে ধরনের বক্তব্য দিচ্ছেন তা হাস্যকর। প্রধানমন্ত্রী মহানুভবতার যে পরিচয় দিয়েছে সেটি স্বীকার না করে যে বক্তব্য দিচ্ছেন সেটি ঠিক না । এরকম বক্তব্য দিলে ভবিষ্যতে বেগম জিয়াকে আবার কারাগারে পাঠানো হোক জনগণ থেকে দাবি উঠতে পারে। এজন্য বিএনপির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা দেখানো উচিত।’
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, হত্যার রাজনীতি জিয়ার আমল থেকে শুরু। এখন খালেদা ও তারেক অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি হত্যার রাজনীতির মাধ্যমে উন্মেষ। বঙ্গবন্ধু হত্যায় জিয়া এবং ২১ আগস্ট হত্যায় খালেদা ও তারেকের জড়িত থাকাই এটা প্রমাণ করে।’
সম্প্রতি হাটহাজারী মাদরাসার বিশৃঙ্খলা বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, হাটহাজারী মাদরাসার বিশৃঙ্খলা অভ্যন্তরীণ বিষয়। আহমদ শফী অসুস্থ অবস্থায় হাটহাজারী মাদরাসায় যে বিশৃঙ্খলা হয়েছিল তাতে উনার মানসিক চাপ হয়েছিল কি না সেটি চিকিৎসকরা বলতে পারবে।
সিনেমা হলগুলো খুলে দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘সিনেমা হল খোলার বিষয়ে হল মালিক ও সংশ্লিষ্টদের সাথে এ মাসের মধ্যেই বসে সিদ্ধান্ত নেয়া হবে।’