বাগেরহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে কেন্দ্রীয় নেতাসহ ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে শহরে পদযাত্রা বের করলে তাদের আটক করা হয়।
কর্মসূচিতে প্রথমে পুলিশ বাধা দেন এবং পদযাত্রা শেষ করে নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের ২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। তবে বিএপির দাবি আটকের সংখ্যা ৪০ জনের বেশি।
পুলিশ বলছে, পদযাত্রার নামে নাশকতা ও বিশৃঙ্খলার চেষ্টা চলছি গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। আটকৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম এবং শাহেদ আলী রবিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।
আরও পড়ুন: অনুকূল পরিবেশ থাকলে রাজনীতি করবেন খালেদা জিয়া: বিএনপি
এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা এবং নেতাকর্মীদের আটকের প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির কেন্দ্রীয়য় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ড. ওবায়দুল ইসলাম।সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বাধা দেন এবং বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রিয় ও জেলা পর্যায়ের ৪০ জনেরও বেশি নেতাকর্মীকে আটক করে।
সারা দেশে পদযাত্রায় বাধা এবং নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ৪ মার্চ সকল মহানগরের প্রতিটি থানায় পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম ড. ওবায়দুল ইসলাম। আটক বিএনপির সকল নেতার্মীর মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পদযাত্রার নামে নাশকতা ও বিশৃংখলা সৃষ্টির পরিকল্পনা নেয়া হচ্ছে গোপন সূত্রে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিষয়ে যাচাই বাছাই চলছে।
আরও পড়ুন: ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের তদন্ত নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের