বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বুধবার ঢাকায় জনসভা করে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে দলটি।
‘যুব সমাবেশে’ বক্তব্যে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করতে হবে। কারণ, বিগত দু’টি নির্বাচন প্রমাণ করেছে যে আওয়ামী লীগের শাসনামলে কোনো বিশ্বাসযোগ্য ভোট হতে পারে না।
ফখরুল বলেন, ‘আগামী ১২ জুলাই ঢাকায় সমাবেশ হবে। যেখান থেকে নতুন ঘোষণা আসবে। ওই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হবে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, সাধারণভাবে বিএনপি এবং বিশেষ করে ফখরুল সরকার পতনের জন্য তাদের আন্দোলনের একটি নতুন, চূড়ান্ত পর্যায়ের কথা শোনাচ্ছে, যেটি একটি একক দাবির ওপর কেন্দ্রীভূত হবে, আর তা হলো অবিলম্বে সরকারকে ক্ষমতাচ্যুত করা।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত সংলাপ নয়: ফখরুল
তিনি বলেন, সর্বস্তরের জনগণকে জাগিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার নতুন যাত্রায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বিএনপি নেতা বলেন, ‘গণতন্ত্র বাঁচাতে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে এবং এই দানব শাসনকে পরাজিত করে জনগণের জন্য সরকার, সংসদ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে এই নতুন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যুব সমাবেশের আয়োজন করে।
বিরোধী দলের চলমান সরকারবিরোধী আন্দোলনে তরুণদের সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ১০ জুন চট্টগ্রামে কর্মসূচি শুরুর পর এটি ছিল বিএনপির তিন সহযোগী সংগঠনের চতুর্থ সমাবেশ।
আরও পড়ুন: এক দফা আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী ফখরুল
ফখরুল বলেন, বর্তমান সরকারের দুঃশাসন থেকে মুক্ত করে দেশে পরিবর্তন আনতে তরুণ প্রজন্ম এগিয়ে আসবে বলে জনগণ প্রত্যাশা করে।
তিনি বলেন, ‘তরুণদের তাদের অধিকার ফিরে পেতে রাজপথে নামতে এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশের জনগণকে উৎসাহিত করতে হবে।’
তিনি বলেন, চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারের কোনো মনোযোগ না থাকায় দেশে প্রায় চার কোটি যুবক বেকার রয়ে গেছে।
তিনি বলেন, এমনকি ক্ষমতাসীন দলের যুবকদেরও চাকরি পেতে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। তাই দেশের এই অবস্থার পরিবর্তন করতে হবে।
আরও পড়ুন: সরকার ‘পেগাসাস’ স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী দলের নেতাদের স্মার্টফোন হ্যাক করছে: ফখরুল