রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি ভোটে আসতে চায় না। কারণ তারা জানে জনগণ তাদের ভোট দেবে না।
তিনি বলেন, তারা যেসব কাজ করেছে তাতে ভোট চাওয়ার মতো মুখ নেই। এখন আন্দোলন করছে করুক, প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ, ভাঙচুর, পুলিশ হত্যা কেন? পুলিশ তো দায়িত্ব পালন করছে নিরাপত্তার জন্য।
শনিবার দুপুর দেড়টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তে আইকনিক স্টেশন ভবন, প্লাটফরম, ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আরও পড়ুন: মহাখালীতে বহুতল ভবনে আগুন
তিনি বলেন, ‘আন্দোলন আমরাও করেছি, আমরা মার খেয়েছি, আমরা কোনোদিন পুলিশকে মারিনি। আমাদের লোকজন জীবন দিয়েছে, জেলখানায় গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কই খালেদা জিয়াকে তো একবারও হত্যা চেষ্টা করা হয়নি। আওয়ামী লীগের নেতাদের জেলখানার মধ্যেও হত্যা করা হয়েছে। বিএনপির কোনো নেতা তো এইভাবে মারা যায়নি।’
উন্নয়নের কথায় তিনি বলেন, আজকে এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। চিলাহাটি থেকে ট্রেন সকাল-বিকাল ঢাকা যাচ্ছে, এ পথে খুলনা, রাজশাহী ট্রেন চলছে। আন্তদেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস এনজিপি (ভারত) থেকে ঢাকা পর্যন্ত চলছে। এ এলাকার মানুষের চাহিদা ছিল মিতালী এক্সপ্রেস ট্রেনে উঠে ভারত যাতায়াতের। যেটা কাঠামোর কারণে এতদিন সম্ভব হয়ে উঠেনি। এখন স্টেশন ভবন নির্মাণের ফলে সেটি পূরণ হবে।
মন্ত্রী বলেন, আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে এখানে ইমিগ্রেশন ও কাস্টমস চালু হবে। এরপর চিলাহাটিতে ট্রেনে উঠে ভারতের এনজেপি, জলপাইগুড়ি যাতায়াত করা যাবে। আগামী ১১ তারিখ চট্টগ্রামের কক্সবাজার সমুদ্রবন্দর পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন হবে।
ইনশাআল্লাহ আগামী দিনে উত্তরাঞ্চলের নীলফামারীর চিলাহাটি সীমান্ত থেকে ক্সবাজার পর্যন্ত টেন চলবে। চিলাহাটিতে স্থলবন্দর হবে এবং খুলনার মোংলা বন্দর থেকে সরাসরি শুধু ভারত নয়, নেপাল-ভুটান পর্যন্ত মালামাল আনা নেওয়া করা যাবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন রাজনীতি করেছিলেন গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল যে, ভিক্ষুকের জাতির কোনো সন্মান নেই। আমরা আত্মনীর্ভরশীল, মর্যাদাকর একটি দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।