বিএনপির হাতে দেশের নিরাপত্তা ও গণতন্ত্র নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘ডেঙ্গু থেকে জনগণের জীবন নিরাপদ নয়। তেমনি বিএনপির হাতে দেশের নিরাপত্তা ও গণতন্ত্র নিরাপদ নয়। তাই আমাদের এই দুই প্রধান বিপজ্জনক শত্রু ডেঙ্গু ও বিএনপিকে প্রতিরোধ করতে হবে।’
শনিবার (১৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এ ছাড়া তিনি সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: আমন্ত্রণ ছাড়াই কিছু বিদেশি আসেন: কাদের
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি কবে নিষেধাজ্ঞা ও ভিসা নীতি দেবে সেই আশায় যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। কিন্তু, তাদের (বিএনপি) চোখের পাওয়ার কমে গেছে এবং এখন বিএনপি কিছুই দেখতে পাচ্ছে না।
অন্যদিকে, আওয়ামী লীগ দেশের মানুষের দিকে তাকিয়ে আছে বলেও জানান তিনি।
প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অধ্যাপক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
আরও পড়ুন: নির্বাচনে অংশগ্রহণ করুন, নয়তো পাকিস্তানে যান: ওবায়দুল কাদের
বিএনপি নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে: কাদের