সারাদেশে ‘নজীরবিহীন’ লোডশেডিংয়ের জন্য সরকারকে নিন্দা জানিয়ে বিএনপি বলেছে, এতে বিদ্যুৎ খাতে উন্নয়নের নামে সরকারের ব্যাপক লুণ্ঠন প্রকাশ পেয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সীমাহীন দুর্নীতি ও লুটপাট এখন প্রকাশ পেয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের লুণ্ঠনের অভয়ারণ্য হচ্ছে বিদ্যুৎ খাত। সে কারণে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুতের আসল চিত্র ফুটে উঠেছে।’
রবিববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভ্রাট জনসাধারণের জন্য একটি ভয়ানক বিপদে পরিণত হয়েছে, যা মানুষকে হতাশায় ফেলেছে।
বিএনপির এই নেতা বলেন, ‘আজ (রবিবার) যখন বাড়ি থেকে আসছিলাম, তখন অন্য দিনের মতো রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ লোডশেডিং চলছিল।’
তিনি বলেন, ‘লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়ে ক্ষমতাসীন দলের নেতারা বড়াই করেছেন। কিন্তু লোডশেডিংয়ের কঙ্কাল জীবন্ত হয়ে এখন জাদুঘর থেকে এসে নৌকায় উঠে(আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক) নাচানাচি করছে।’
রিজভী বলেন, ‘জবাবদিহিতা না থাকলে উন্নয়ন হয়ে পড়ে ফাঁপা, যা হাইড্রোজেন বেলুনের মতো বাতাসে উড়ে যাবে। এ কারণে দেশ এখন ভয়াবহ লোডশেডিং দেখছে।’
আরও পড়ুন: ত্রয়োদশ সংশোধনীর সঙ্গে সামঞ্জস্য রেখে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা পেশ করবে বিএনপি: ফখরুল
তিনি বলেন, ‘সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের টাকা লুটপাট করা এবং ক্ষমতাসীন দলের মদদপুষ্ট কোম্পানিগুলোকে বিদ্যুৎ খাতে উন্নয়নের নামে বিপুল অর্থ উপার্জনের সুযোগ তৈরি করে দেয়া। এজন্য তারা একটি আইন প্রণয়ন করে তাদের নিরাপত্তা দিয়েছে।’
ডিসি ও এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক প্রসঙ্গে রিজভী বলেন, কমিশন মূলত সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার তার বিভিন্ন মন্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন; যেমন তারা (ইসি) মূলত প্রধানমন্ত্রী যা চাইবেন তাই করবে।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকারকে ‘ভয়ংকর স্বৈরাচারী’ বলে অভিহিত করেছে বিএনপি
বিএনপি নেতা বলেন, তাদের দলের অবস্থান পরিষ্কার যে বর্তমান সরকার ও ইসির অধীনে কোনো বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, ‘সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নির্বাচনে বিএনপি যোগ দেবে।’
আরও পড়ুন: আ.লীগ ফাঁকা মাঠে গোল দিয়ে চায়: বিএনপি