বিনা পরোয়ানায় দলের নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মিন্টু রোডের কার্যালয়ে বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ অনুরোধ জানায়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, বিনা পরোয়ানায় রাজধানীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি বলেন,‘আমরা দেখেছি ২০১৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে আমাদের দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি এবং মিথ্যা ও ভুতুড়ে মামলায় জড়ানো হয়েছে। আমরা তাদের বলেছি কোনো পরোয়ানা ছাড়াই এ ধরনের গ্রেপ্তার বন্ধ করতে হবে।’
বিএনপি নেতা বলেন, রাজধানীতে তাদের দলের নিরপরাধ নেতাকর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ‘এমনকি আমাদের নেতাকর্মীদের হোটেল-ক্লাবের সুশৃঙ্খল অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা তাদের বলেছি, আওয়ামী লীগের নির্দেশে আমাদের নেতাকর্মীদের এভাবে গ্রেপ্তার না করতে এবং মিথ্যা মামলায় না জড়াতে।
আরও পড়ুন: বিএনপি দেশের ক্ষমতায় গেলে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ হবে: আমীর খসরু
আমান বলেন, রমজান মাসে তারা রাজধানীর প্রতিটি থানায় ইফতার মাহফিলের আয়োজন করবেন এবং কোনো বাধা ছাড়াই এসব কর্মসূচি সুষ্ঠুভাবে পালনে ডিএমপি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, স্বাধীনতা দিবস উদযাপনে তাদের গৃহীত কর্মসূচি নিয়ে ডিএমপি কর্তাদের সঙ্গেও কথা হয়েছে।
আমান বলেন, ডিএমপি কমিশনার তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেছেন এবং তাদের অনুরোধ অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
গ্রেপ্তারের বিষয়ে আমান বলেন, ডিএমপি প্রধান তাদের বলেছেন, ভবিষ্যতে যাতে বিনা পরোয়ানায় কেউ গ্রেপ্তার না হয় সে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অনি, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তর মহানগর শাখার সদস্য সচিব আমিনুল হক।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি উঠে এসেছে: ফখরুল