সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপ এডিটেড বলে দাবি করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার। এর প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশও করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার বেলা সাড়ে ১১টায় তারা এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, দেবিদ্বার উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউছার হায়দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুন,ফতেহাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ, ধামতি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জসিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে নেতারা বলেন, যারা অডিওটি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র,আমরা আইননানুগভাবে এর মোকাবিলা করব।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, আহত ৭
বিষয়টি নিয়ে রওশন আলী মাস্টার বলেন, ‘আমার পুরো বক্তব্য শুনলে বুঝতে পারবেন আমি কি বলেছি। কাকে উদ্দেশ্য করে বলেছি। এখানে কথোপকথনের অংশ বিশেষ নিয়ে অডিও ক্লিপসটি ভাইরাল করা হয়।’
উল্লেখ্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার ও দেবিদ্বার উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল আমিনের এক ফোনালাপ ফাঁস হয়েছে।
ওই ফোনালাপে রওশন আলী মাস্টার বলেন, ‘যারা নৌকা করে সব রাজাকারের বাচ্চা। কী করবেন রাজনীতি করে। যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে।’
এই ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কুমিল্লা জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় জোড়া খুনের মামলায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি