মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহী আকবরের নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নিহত লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্ঝনের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারকে সান্তনা দিয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সাবেক সামরিক কর্মকর্তারা তানজিমের টাঙ্গাইলের বাড়িতে যান।
আরও পড়ুন: হাসিনার সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার সময় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম।
সাবেক সেনা কর্মকর্তারা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের কোরের বেতকা গ্রামের বাড়িতে গিয়ে তানজিমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এরপর সফররত প্রতিনিধি দল ও বিএনপি নেতারা শহীদ সেনা কর্মকর্তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রতিনিধি দলের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা হলেন- কর্নেল শামসুজ্জামান খান, লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিকুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইদুল আলম, লেফটেন্যান্ট কর্নেল মো. মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক ও মেজর মো.গোলাম মান্নান চৌধুরী।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির বিএনপি নেতা হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গণতন্ত্র ধ্বংসের জন্য ইসি দায়ী: রিজভী
অপরাধীদের ক্ষমা নয়, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত: রিজভী