দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং তা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী বর্তমানে দুবাই এয়ার শো ২০১৯-এ অংশ নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থান করছেন।
বিএনপির দুই নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বিপ্লব বড়ুয়া তাদের স্বাগত জানান ও আপ্যায়ন করেন।
বিএনপি নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমি, প্রধানমন্ত্রীর পক্ষে চিঠিটি গ্রহণ করলাম। প্রধানমন্ত্রী এখন ইউএইতে সরকারি সফরে আছেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর চিঠিটি আমরা তার কাছে পৌঁছে দেব।’
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার ও সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এ সময় উপস্থিত ছিলেন।
গত ৫ নভেম্বর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও ভারত সাতটি দ্বিপক্ষীয় চুক্তি সেই করে।