বিএনপির জ্যেষ্ঠ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যালট ভর্তি না করে ডিজিটালভাবে ভোট কারচুপির নতুন চক্রান্তের অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে ৩০০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চায়।
বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দলটির নবগঠিত চাঁদপুর জেলা কমিটির নেতাদের সঙ্গে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল। তারা (আ. লীগ)এখন ইভিএম ব্যবহার করতে চায়, যাতে রাতে ব্যালট না ভরা লাগে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু আরও বলেন, ইভিএম ব্যবহার করে ক্ষমতাসীন দল নিজেদের মতো করে একটি কর্মসূচি নির্ধারণ করবে এবং ৯০% ভোটের ৮০% ভোট নিজেরা নেবে। এটি এমন এক চক্রান্ত যা দেশের মানুষ ও আমরা বুঝি।
বিএনপির এই নেতা বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি বা অন্য বিরোধী দল কেউই অংশ নেবে না।
টুকু বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলো অতীতে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ‘আমরা আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করব এবং আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব।’
আরও পড়ুন: আওয়ামী লীগের পরিণতি রাজাপাকসের চেয়েও খারাপ হবে: ফখরুল
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বর্জন করলে নির্বাচন যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না তা আওয়ামী লীগও ভালো করেই জানে।
বিএনপিকে অস্তিত্বের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দেয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটাক্ষ করে টুকু বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আছে।
তিনি বলেন, ‘আমাদের একটি পার্টি আছে এবং বেশিরভাগ লোক আমাদের সঙ্গে আছে। ‘তাদের কোনো দল নেই, শুধু পুলিশ ও গুণ্ডারা তাদের সঙ্গে আছে... আমরা এবার তাদের অধীনে নির্বাচনে অংশ নেব না।’
তাদের দল শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেবে এবং ২০১৮ সালের মতো তাদের অধীনে নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে টুকু বলেন, আওয়ামী লীগ জনগণের সমস্ত বিশ্বাস ভঙ্গ করেছে এবং জনগণকে পরাজিত করে ক্ষমতা দখল করেছে।
তিনি বলেন, ‘এবার নির্বাচন তখনই হবে যখন জনগণ বিজয়ী হবে এবং আমরা সেই নির্বাচনে যাব।’
আরও পড়ুন: বিরোধী দলের নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির ২ দিনব্যাপী বিক্ষোভ
আ’লীগের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস বিএনপিকে ধোঁকা দেয়ার ফাঁদ: রিজভী