বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনীর মর্টার শেল নিক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ড ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মিয়ানমারের এ ধরনের দুঃসাহসিকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই ।’
শনিবার বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় বক্তব্যে তিনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সাহসিকতার সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানান।
বিএনপি নেতা বলেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বারবার বাংলাদেশের ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান ‘অবৈধ’ সরকারের দুর্বল ও আজ্ঞাবহ কূটনীতির কারণে গত ২৮ আগস্ট থেকে শুরু হওয়া মিয়ানমার সশস্ত্র বাহিনীর সামরিক আগ্রাসন বেড়েই চলছে।
আরও পড়ুন: মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপ: প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানাবে বাংলাদেশ
ফখরুল বলেন, ‘সর্বশেষ ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে’ শুক্রবার মিয়ানমার বাহিনীর ছোঁড়া মর্টার শেলের আঘাতে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে।’
বাংলাদেশ সীমান্তে মর্টার শেল নিক্ষেপের এক সপ্তাহ পর তিনি বলেন, মিয়ানমার বাহিনী বারবার আকাশসীমা লঙ্ঘন করেছে এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে মর্টার শেল নিক্ষেপ করেছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর মর্টার শেল নিক্ষেপ করে মানুষ হত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা বলেন,
‘বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো পয়েন্টের কাছে বাংলাদেশ ভূখণ্ডের ১২০ মিটার ভেতরে মর্টার শেল বিস্ফোরিত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। মিয়ানমার বাহিনী প্রায়ই আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশের দিকে গুলি চালাচ্ছে।’
তিনি আরও বলেন, শুধুমাত্র সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেল নিক্ষেপ করে মিয়ানমার এমন স্পর্ধা দেখাচ্ছে।
আরও পড়ুন: সীমান্তে মিয়ানমারের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
মিয়ানমারকে সতর্ক করেছে সরকার: মর্টার শেল ছোড়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী