করোনাভাইরাসের প্রভাবে মানিকগঞ্জে ধান কাটা শ্রমিক সংকটের এ সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগ। তারা দরিদ্র কৃষকদের খেতের পাকা ধান কেটে দিচ্ছেন।
শুক্রবার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ নেতা-কর্মী দৌলতপুর উপজেলার মান্দারতা এলাকায় কৃষক জুলফিকার আলীর খেতের ধান কেটে দেন।
রাজিদুল বলেন, ‘করোনার প্রভাবে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। কৃষকরা সময়মতো ধান কেটে ঘরে তুলতে না পারলে খেতেই নষ্ট হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দিলাম।’
যত দিন পর্যন্ত এ এলাকায় খেতে ধান থাকবে তত দিন নেতা-কর্মীদের নিয়ে তা কেটে দেবেন বলেন জানান তিনি।