আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধ বিরোধীরা নানা রূপে দেশে রয়ে গেছে।
রবিবার সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ আহ্বান জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মাধ্যমে দেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করেছে।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ থেকে এসব শক্তিকে নির্মূল করতে হবে।
আরও পড়ুন: পাকিস্তান ছাড়া কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই: কাদের
বিএনপিকে ‘পাকিস্তানের মুখপাত্র’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি একাত্তরের গণহত্যা নিয়ে ‘পাকিস্তানিদের ভাষায়’ কথা বলছে।
ভোরে সূর্যোদয়ের পরপরই সারাদেশের কেন্দ্রীয় ও দলীয় কার্যালয়সহ বঙ্গবন্ধু ভবনে জাতীয় ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে সকাল ৫টা ৫৪ মিনিটে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৬টা ৪৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
আরও পড়ুন: সাজাপ্রাপ্ত হয়ে খালেদার রাজনীতি করার সুযোগ নেই: কাদের
জোহরের নামাজের পর বায়তুল মোকাররমসহ বাংলাদেশের মসজিদে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়, খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা তেজগাঁও চার্চে সকাল ৮টায় এবং মিরপুর ব্যাপটিস্ট চার্চে রাত ১২টা ০১ মিনিটে বিশেষ প্রার্থনার আয়োজন করেন। বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা সকাল ১০টায় মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা প্রার্থনার আয়োজন করেন।
পাশাপাশি সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দলটির একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করলে সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
২৭ মার্চ সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগ আলোচনা সভা করবে যেখানে সভাপতিত্ব করবেন এবং আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা।