ঢাকা, ০১ এপ্রিল (ইউএনবি)- মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ সোমবার বহাল রেখেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে এ আদেশ দেয়।
শুনানিতে রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও আতাউর গনি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
এর আগে ১৪ মার্চ হাইকোর্ট এ মামলায় রানার জামিন মঞ্জুর করে।
একই দিনে টাঙ্গাইলের দুই যুবলীগ নেতা হত্যা মামলায় দেয়া হাইকোর্টের জামিন আদেশ সুপ্রিম কোর্ট স্থগিত করে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় রানা ২২ মাস পলাতক থাকার পর ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় টাঙ্গাইলের বিচারিক আদালত। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।