মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষকের জমির পাঁকা ধান কেটে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
শুক্রবার সকাল ৯টার দিকে জেলার শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকার কৃষক আবুল বেপারির ৬ বিঘা ফসলের মাঠে থাকা পাঁকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন: সুনামগঞ্জে আগাম জাতের বোরো ধান কাটার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
এদিন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমানের নেতৃত্বে আড়িয়াল বিলের কৃষকের জমির ধান কাটতে নামেন ২৫-৩০ জন নেতা-কর্মী।
নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সাড়া দিয়ে যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। করোনা মোকাবিলায় আমরা আড়িয়াল বিলের ধান কেটে দিচ্ছি।
আরও পড়ুন: হাওরে ৯৯ ও সারা দেশে ৩৯ শতাংশ বোরো ধান কাটা শেষ
শুধু আড়িয়াল বিল নয়, সারা দেশের কৃষকের পাশে স্বেচ্ছাসেবক লীগ থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: হাওরে ধান কাটার পর্যাপ্ত সক্ষমতা রয়েছে: কৃষিমন্ত্রী
এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ্ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আযিম, মহিলা বিষয়ক সম্পাদক এড. সালমা হাই টুনী, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, একেএম আজগর আলী, আবু জাফর, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাদ শিকদার, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।