ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করায় বিশৃঙ্খলা এড়াতে বুধবার বিএনপির তিনটি সহযোগী সংগঠন ছয় জেলায় তাদের ঘোষিত ‘যুব সমাবেশ’ পুনঃনির্ধারণ করেছে।
বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এ ঘোষণা দেন।
তিনি বলেন, তারা ২ জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচনসহ তাদের ১০ দফা দাবির প্রতি তরুণ প্রজন্মের সমর্থন আদায়ে শান্তিপূর্ণভাবে ছয়টি যুব সমাবেশের আয়োজন করার ঘোষণা দিয়েছেন- ১১ জুন চট্টগ্রামে, ১৭ জুন বগুড়ায়, ৭ জুলাই খুলনায়, ১৫ জুলাই বরিশালে, ২২ জুলাই সিলেট এবং ২৯ জুলাই ঢাকায়।
আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন ও প্রচারণা প্রক্রিয়া নিয়ে আলোচনা বিএনপি মহাসচিবের
যুবদল সভাপতি বলেন ‘কিন্তু দু’দিন পর আওয়ামী যুবলীগ পাল্টা কর্মসূচি ডাকায় আমরা হতবাক হয়েছি। আমরা মনে করি যুবলীগের পক্ষ থেকে একই তারিখে এবং একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা একটি উস্কানিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা।’
যুবদল সব সময় উদার ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী দাবি করে তিনি বলেন, কোনো সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে তারা তাদের কর্মসূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সূচি অনুযায়ী টুকু বলেন, তারা এখন ১৪ জুন চট্টগ্রামে, ১৯ জুন বগুড়ায়, ২৪ জুন বরিশালে, ৯ জুলাই সিলেটে, ১৭ জুলাই খুলনায় এবং ২২ জুলাই ঢাকায় যুব সমাবেশ করবেন।
আরও পড়ুন: আসন্ন নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেয়নি আ.লীগ: ওবায়দুল কাদের
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো শুরু থেকেই সহিংসতা ও নৈরাজ্যের রাজনীতি করে আসছে। ‘বিরোধীদের কন্ঠস্বর দমন করতে জোরপূর্বক গুম, খুন, হামলা, মামলা-মোকদ্দমা করা তাদের স্বাভাবিক অভ্যাস।’
টুকু বলেন, যুবলীগ তাদের শান্তিপূর্ণ যুব সমাবেশ ঘোষণার দুই দিন পর পাল্টা কর্মসূচি নিয়ে এসেছে শুধুমাত্র দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য। কারণ, বর্তমান সরকার সব রাজনৈতিক রীতিনীতি ও সংস্কৃতিকে ধ্বংস করেছে।
তিনি আরও বলেন, ‘তারা বিভিন্ন দিনে তাদের কর্মসূচি দিতে পারত। আমরা গণতন্ত্রের আন্দোলনে আছি, এবং আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। সেজন্য আমরা আমাদের কর্মসূচির পুনঃনির্ধারণ করছি।’
এর আগে ২ জুন টুকু বলেছিলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে যুবসমাজকে রাজপথে ঐক্যবদ্ধ করতে ‘তরুণ প্রজন্ম ভোট দিন, ভোটের জন্য লড়ুক’ স্লোগান নিয়ে ছয় জেলায় যুব সমাবেশের আয়োজন করবেন।
আরও পড়ুন: এটি জনবিরোধী, জাতীয় সম্পদ লুণ্ঠনের জন্য তৈরি করা হয়েছে: ২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটে নিয়ে বিএনপি