বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন। শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের মেয়র এ কথা জানান। এ সময় আবেগ তাড়িত কন্ঠে তিনি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমার আর্জি জানান।
তিনি অভিযোগ করেন যে ছাত্র রাজনীতি করার সময় থেকে একটি প্রতিপক্ষ নানাভাবে তার ক্ষতি করার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় তার ঘরে বসে তিন ঘন্টার আলাপচারিতাকে খন্ড খন্ড করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি কোন ভুল করিনি, অন্যায় করিনি। তবুও প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা মাথা পেতে নিব। প্রধানমন্ত্রী বললে আমি ফাঁসিতে যেতেও রাজি আছি।’
আরও পড়ুন: গাজীপুরে দুই কারখানায় আগুন
তিনি তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়ার আকুতি জানিয়ে বলেন, ‘আমার অস্তিত্ব জুড়েই বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ। বাকি জীবন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক হয়ে থাকতে চাই।’
এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়লে উপস্থিত দলীয় নেতাকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন। পরে এখানে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এদিকে দলের সিদ্ধান্তকে সঠিক দাবি করে ওই সিদ্ধান্ত কে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।
আরও পড়ুন: পিকআপ ভ্যানের চাপায় গাজীপুরে ৩ পথচারী নিহত
গাজীপুরে কেমিকেল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট