আ’লীগ
আ’লীগ সব সময় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে: প্রধানমন্ত্রী
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে বলে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বুধবার (১ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের শহীদ এবং উপদেষ্টা পরিষদের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ক্ষমতাসীন দলের সভানেত্রী শেখ হাসিনা বলেন, সরকার গঠনের পর আওয়ামী লীগ তার নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে যায় না।
তিনি বলেন, প্রতিবার ইশতেহার ঘোষণার সময় আমরা মূল্যায়ন করি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কতটা অগ্রগতি করেছি।
আওয়ামী লীগ সরকার বাজেট ঘোষণার সময় অসমাপ্ত নির্বাচনী প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা যায় তা বিবেচনা করে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সরকার তৃণমূল পর্যায় থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তার ওপর জোর প্রধানমন্ত্রীর
১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যার পর জনগণ যে ভয়াবহ দিনগুলোর মুখোমুখি হয়েছিল তার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তখন ক্ষমতা জনগণের হাতে ছিল না।
তিনি বলেন, ‘ক্ষমতা ছিল সামরিক স্বৈরশাসকদের হাতে যারা ইউনিফর্ম পরে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং ফলস্বরূপ তারা নিজেদের উন্নয়নের সাথে সাথে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল।
তিনি বলেন, সামরিক শাসনামলে ১৯-২০টি সামরিক অভ্যুত্থান হয়েছিল এবং অস্ত্রের ঝনঝনানির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট ছিল।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ৯০ শতাংশ নিজস্ব উৎস দিয়ে গ্রামীণ পর্যায় থেকে দেশের উন্নয়ন করেছে।
বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পদ্মা সেতু নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উদ্দেশ্য সৎ থাকায় তার সরকার চ্যালেঞ্জ নিতে পেরেছে।
তিনি বলেন, ‘আমরা আমাদের নিজস্ব অর্থে সেতুটি তৈরি করেছি। ইনশাআল্লাহ আমি ২৫ জুন সেতুটি উদ্বোধন করব।’
তিনি আরও বলেন, কানাডার একটি আদালতে এই প্রকল্প সংক্রান্ত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা করেছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদের জন্য ড. মুহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি ৭১ বছর বয়সে অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের এমডি পদে ছিলেন। এ বিষয়ে তিনি মামলা করেন এবং হেরে যান।
তিনি অভিযোগ করেন, বিশ্বব্যাংক ড. ইউনূসের অনুরোধে প্রকল্পের অর্থায়ণ বাতিল করে এবং পরে আওয়ামী লীগ সরকার দেশের নিজস্ব অর্থে সেতুটি নির্মাণ করে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী জানান।
আরও পড়ুন: উন্নয়ন প্রকল্পে পরিবেশের ওপর গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনিশ্চিত প্রত্যাবাসন রোহিঙ্গাদের অপরাধের দিকে ঠেলে দিতে পারে: প্রধানমন্ত্রী
২ বছর আগে
বরিশাল বিভাগের তৃণমূলের নেতাদের সাথে আ’লীগের ভার্চুয়াল সভা শনিবার
বরিশাল বিভাগের তৃণমূলের নেতাদের সাথে আওয়ামী লীগের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভার্চুয়াল সভা ১২ মার্চ (শনিবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করবেন।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। সভায় উপস্থিত থাকবেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সহ বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগের অন্তর্গত জেলা সমূহের আওয়ামী লীগ সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, দলীয় নির্বাচিত নির্বাচিত সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সমূহের দলীয় প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা।
এ বিষয়ে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা চাচ্ছি সরাসরি তৃণমূলের কথা শোনার জন্য। করোনার কারণে সরাসরি সবাইকে নিয়ে একসাথে বসতে না পারলেও আমরা ভার্চুয়ালি এই সভা করছি। এতে তৃণমূলের নেতৃবৃন্দের কথা আমরা সরাসরি শুনতে পারব এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনাও আমরা তৃণমূলে পৌঁছে দিতে পারব।
পড়ুন: মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির দায়িত্ব: গয়েশ্বর
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আ.লীগের সপ্তাহব্যাপী কর্মসূচি
২ বছর আগে
সার্চ কমিটিতে এককভাবে নাম পাঠাবে আ’লীগ: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নাম সার্চ কমিটিতে জোটগতভাবে নয়, এককভাবে পাঠাবে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্দিষ্ট সময়ের মধ্যেই সার্চ কমিটিতে নামের তালিকা পাঠানো হবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্স এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সার্চ কমিটিতে নাম পাঠানো বিএনপির দায়িত্ব। সার্চ কমিটিতে তারা নাম দিল কি দিল না- তাতে কিছু যায় আসে না। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সার্চ কমিটি দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য এমন একটা কমিশন গঠন করবে, যা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমি বিশ্বাস করি, বিএনপি যতই আন্দোলন-সংগ্রামের হুমকি দিক না কেন, অতীতের অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
২ বছর আগে
প্রশ্নপত্র ফাঁসে ঢাকায় গ্রেপ্তার জনপ্রতিনিধিকে বগুড়া জেলা আ’লীগ থেকে বহিস্কার
বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার জনপ্রতিনিধি মাহবুবা নাসরীন রূপাকে বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রবিবার বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আল রাজি জুয়েল জানান, গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদে ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাসরীন রূপার বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি দেয়া হলো।
আরও পড়ুন: নির্বাচনী সহিংসতা: কুমিল্লায় আ.লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ১২
ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, জয়-লেখকসহ আহত ১০
ভাইরাল হওয়া ফোনালাপ এডিটেড: দাবি কুমিল্লার আ.লীগ নেতার
২ বছর আগে
রিভিউ আবেদন করবেন আ’লীগের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন। শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের মেয়র এ কথা জানান। এ সময় আবেগ তাড়িত কন্ঠে তিনি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমার আর্জি জানান।
তিনি অভিযোগ করেন যে ছাত্র রাজনীতি করার সময় থেকে একটি প্রতিপক্ষ নানাভাবে তার ক্ষতি করার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় তার ঘরে বসে তিন ঘন্টার আলাপচারিতাকে খন্ড খন্ড করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি কোন ভুল করিনি, অন্যায় করিনি। তবুও প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা মাথা পেতে নিব। প্রধানমন্ত্রী বললে আমি ফাঁসিতে যেতেও রাজি আছি।’
আরও পড়ুন: গাজীপুরে দুই কারখানায় আগুন
তিনি তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়ার আকুতি জানিয়ে বলেন, ‘আমার অস্তিত্ব জুড়েই বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ। বাকি জীবন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক হয়ে থাকতে চাই।’
এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়লে উপস্থিত দলীয় নেতাকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন। পরে এখানে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এদিকে দলের সিদ্ধান্তকে সঠিক দাবি করে ওই সিদ্ধান্ত কে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।
আরও পড়ুন: পিকআপ ভ্যানের চাপায় গাজীপুরে ৩ পথচারী নিহত
গাজীপুরে কেমিকেল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট
২ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় চার্জশিটভুক্ত দুই আসামির মনোনয়ন বাতিল করল আ’লীগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দুপল্লি তে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার চার্জশিটভুক্ত দুই আসামি দেওয়ান আতিকুর রহমান আখি ও আবুল হাসেমকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেয়া আওয়ামী লীগের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) রাতে তাদের মনোনয়ন বাতিল করা হয় বলে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগকে জানানো হয়েছে।
আরও পড়ুন: সিংগাইর পৌর নির্বাচন: ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল
দেওয়ান আতিকুর রহমান আখিকে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন ও আবুল হাসেমকে নাসিরনগর সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়ার জন্য মনোনয়ন দিয়েছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে তারা দুইজন গত ২০১৬ সালের ৩০ অক্টোবর হিন্দুপল্লিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার চার্জশিটভুক্ত আসামি। তাদেরকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, তাদের দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে গতকাল রাতে কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা
নতুন করে নাসিরনগর সদর ইউনিয়নে পুতুল রানী বিশ্বাস ও হরিপুর ইউনিয়নে ওয়াসিম আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে।
৩ বছর আগে
বাগেরহাটে ইউপি নির্বাচন: বিনা ভোটে আ’লীগের ৩৯ প্রার্থী নির্বাচিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন এলাকা এখন বেশ সরগম। এবারের নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় আওয়ামী লীগের প্রার্থীরা অনেকটা একচেটিয়া অবস্থানে রয়েছেন। এদিকে বাগেরহাটে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৩৯ জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আগামী ২০ সেপ্টেম্বর বাগেরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা নানাভাবে কোনঠাসা হয়ে পড়েছেন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় জেলার তিন উপজেলায় ২২ জন নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বাগেরহাটের ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থীরাই বিজয়ের ব্যাপারে আশাবাদী।
আরও পড়ুন: বাগেরহাটে ইউপি নির্বাচন: প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
শনিবার দিনভর বাগেরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রার্থীদের প্রচারণা। বাড়ি থেকে হাট-বাজার কিংবা চায়ের দোকান সর্বত্রই আলোচনা চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। জনসমাবেশ এবং মিছিলসহ নানাভাবে প্রচারণা ছিল প্রার্থীদের।
ভোটাররা বলছেন, যতই প্রচার-প্রচারণা হউক না কেন, তারা যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করে ইউনিয়ন পরিষদে পাঠাতে চায়। ৬৫টি ইউপির মধ্যে ফকিরহাট, রামপাল এবং মোংলা উপজেলার চারটি ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে। বাকি ৬১টি ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোট দিবেন।
বাগেরহাটের ৯টি উপজেলার ৩৯টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশি¬ষ্ট রিটানিং অফিসাররা বেসরকারি ভাবে তাঁদের বিজয়ী ঘোষণা করেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেয়ায় বাগেরহাটের তিন উপজেলায় ২৩ জন নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মোড়েলগঞ্জ উপজেলায় ১৪টি ইউনিয়নে ১৭ জনকে, চিতলমালী উপজেলায় চারটি ইউনিয়নে চারজনকে এবং কচুয়া উপজেলায় দুইজন রয়েছেন।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: ভোলায় গুলিতে যুবক নিহত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে এমডি সেলিম রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে মো. ইমরান শিকদার এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজী মো. গিয়াস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজয়ের ব্যাপারে তিনজনই শতভাগ আশাবাদী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন জানান, এলাকায় তার জনপ্রিয়তার কারণে কেউ প্রতিদ্বন্দ্বী হতে চায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এলাকার জনগণের কাছে তার দ্বায়বদ্ধতা আরও বেড়ে গেছে। এই দ্বায়বদ্ধতার কারণে সব সময় জনগণের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি।
বাগেরহাট জেলা নির্বাচন অফিস জানায়, বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬৫টিতে আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৯টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখন চেয়ারম্যান পদে ৯৭ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৭৮৫ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে দুই হাজার ২৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: খুলনা বিভাগের ১২৬ ইউপি নির্বাচন স্থগিত
বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরণের প্রস্ততি সম্পূর্ণ করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোটা দিতে পারবেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটের জন্য পুলিশ, বিজিবি, র্যাব, স্টাইকিং ফোর্স, মোবাইল টিম, বিচারিক ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
৩ বছর আগে
বরিশালে ইউএনও’র ওপর হামলা: আ’লীগের যুগ্ম সম্পাদকসহ আটক ১৩
বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসভনে হামলার ঘটনায় এ পযর্ন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম।
তিনি বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করেছি।
থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটককৃতদের মধ্যে রয়েছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহসভাপতি অলিউল্লাহ অলি, ৬ ওয়ার্ড আওামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জন।
এদিকে, হামলাকারী অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি।
প্রসঙ্গত, বুধবার রাত ১১টার পর বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানের ওপর হামলার চেষ্টাকে কেন্দ্র করে আনসার সদস্যদের গুলি ও পুলিশের সাথে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আঘাতপ্রাপ্ত হয়েছেন।
আরও পড়ুন: বরিশালে ইউএনও’র ওপর হামলা, গুলিবিদ্ধ ৫
চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ
৩ বছর আগে
আ’লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর আটক
ব্যবসায়ী, রাজনীতিবীদ, সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে পরিচিত ও সমালোচিত সাবেক আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে তার গুলশানের বাসায় চার ঘণ্টা অভিযান পরিচালনার পর তাকে গ্রেপ্তার করে র্যাব। আওয়ামী লীগের নারী বিষয়ক উপ-কমিটি থেকে তার নাম বাদ দেয়ার ঠিক চারদিন পর এই আটকের ঘটনা ঘটলো।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মইনুদ্দীন আর নেই
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্ত্বে পরিচালাতি এই অভিযান রাত ৮টায় শুরু হয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটকের মাধ্যমে রাত ১২ টা ১৫ মিনিটে শেষ হয়।
র্যাবের এই ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযানের সময় তার (হেলেনা) বাসা থেকে বিদেশী মদ, কয়েকটি অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো খেলার সরঞ্জাম এবং বেশ কয়েকটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। হেলেনা জাহাঙ্গীরকে আমরা আটক করেছি এবং তাকে র্যাবের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।’
আরও পড়ুন: আওয়ামী লীগ থেকে কাদের মির্জার পদত্যাগ
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) একজন পরিচালক এবং আইপি টিভি জয়যাত্রার চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আ’লীগের উপ-কমিটি থেকে বাদ দেয়া হয় বলা জানা গেছে।
৩ বছর আগে
ফরিদপুরে কর্মহীনদের মাঝে আ’লীগের খাদ্য বিতরণ
মহামারি করোনার দুর্যোগে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার থেকে শুরু হওয়ার এই খাদ্য বিতরণ কর্মসূচি করোনা প্রাদুর্ভাব কমে না আসা পযন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।
কর্মসূচির দ্বিতীয় দিনের মতো বুধবার দুপুরের ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়, রাজবাড়ী রাস্তার মোড়রসহ কয়েকটি জায়গায় অসহায় মানুষের মাঝে খাবারের প্যাকেট তুলে দেয়া হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, করোনাকালে অসহায় মানুষের পাশে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।
তিনি বলেন, অসহায় মানুষের পাশে অতীতে আওয়ামী লীগ যেভাবে কাজ করেছে এবারও তার ব্যতিক্রম নয়।
পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৭ হাজার ছাড়াল
এই কর্মসূচির বিভিন্ন পর্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের শামসুলবারী শানু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মঞ্জুর আলী, মহিলা আওয়ামী লীগের আইভি মাসুদ, বাবুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের ইউসুফ চৌধুরী, ইকবাল হাসান রুবেল, আলমগীর হোসেন বাবু, কাবুল খান, সজিব আহমেদ লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন: লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩,২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ
চট্টগ্রামে একদিনেই শনাক্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০
৩ বছর আগে