গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর চেলে তোফাজ্জল হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি ও খুলনার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)।
আরও পড়ুন: ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের নিহত ৩
তারা সবাই শ্রীপুর পৌরসভার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করত।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতো। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত ও আহতরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতির একটি মুরগীবাহী পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান খাদে, লক্ষ্মীপুরে নিহত ১
এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।