দলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, বিদ্যুৎ খাতে চলমান লোডশেডিং ও 'দুর্নীতির' প্রতিবাদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করেছে বিএনপির ঢাকা জেলা শাখা।
সকাল সাড়ে ১১টার দিকে নয়াপল্টন এলাকার চায়না মার্কেটের সামনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিপিডিবির মতিঝিল কার্যালয়ের দিকে মিছিল বের করে আরামবাগ ক্রসিংয়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়।
পরে সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করে দলটি।
রিজভী বলেন, জ্বালানির অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সারা দেশে মারাত্মক লোডশেডিং হচ্ছে।
তিনি সরকারকে প্রশ্ন করেন, ‘ক্ষমতাসীন দলের একজন এমপি বলেছেন, রাস্তার হকাররা বিদ্যুৎ বিক্রি করবে, কিন্তু সেই বিদ্যুৎ এখন কোথায়?’
বর্তমান সরকার বাকস্বাধীনতাসহ জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা।
আরও পড়ুন: পাবনায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ১০
তিনি আরও বলেন, এই সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সকল গণতান্ত্রিক শক্তি এখন ঐক্যবদ্ধ।’
পরে ঢাকা জেলা শাখার সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ কয়েকজন নেতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
এক পৃষ্ঠার স্মারকলিপিতে দলটি লোডশেডিংয়ের কারণে দেশের মানুষ যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা তুলে ধরে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানায়।
আরও পড়ুন: ভারত থেকে ফেরার জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের আবেদন মঞ্জুর করেছে সরকার
ইউএনবির সঙ্গে আলাপকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, সারা দেশে ‘ভয়ানক’ লোডশেডিংয়ের কারণে মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। ‘তাই আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি
জমা দিয়েছি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আমরা অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছি।’
লোডশেডিং বন্ধে সরকারকে চাপ দিতে সব জেলায় একই ধরনের কর্মসূচি পালন করেছে দলটি।
এর আগে মঙ্গলবার বিদ্যুতের চলমান লোডশেডিং ও এ খাতে দুর্নীতির প্রতিবাদে সারাদেশে বিদ্যুৎ বিভাগের সব জেলা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন এবং আজ (বৃহস্পতিবার) স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয় বিএনপি।
আরও পড়ুন: আ.লীগ নেতারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন: ফখরুল