স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাইবার স্পেসে দুর্গাপূজা নিয়ে গুজব ছড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২০ অক্টোবর) পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, পুলিশের একটি সাইবার ইউনিট এখন সক্রিয় রয়েছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে না হলেও অল্প সময়ের মধ্যে যারা গুজব ছড়ায় তাদের চিহ্নিত করা হচ্ছে।
কেউ রেহাই পাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী সব দিক থেকেই সতর্ক রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও হত্যাকাণ্ডে রাষ্ট্রবিরোধী শক্তির ভূমিকার কথা স্মরণ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান। যাতে দুর্বৃত্তরা অপকর্ম করতে না পারে।
আরও পড়ুন: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী