ফেনীর সোনাগাজীতে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। এতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশকুর রহমান ও সেকেন্ড অফিসার আমির উদ্দিন দোলন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ বাঁধে।
এ সময় পুলিশ অন্তত ৪০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বিএনপি কর্মীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আহত হয় তারা ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হামলার ঘটনায় আহত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিকেল ৪টা থেকে দুপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ৪০ রাউন্ড টিয়ালশেল নিক্ষেপ করেছে। বিএনপির দাবি, তাদের পাঁচ কর্মী আহত হয়েছে। পুলিশ এখন পর্যন্ত দুজনকে আটক করেছে বলেও জানান ওসি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সোনাগাজীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। বিকালে ভৈরব রাস্তার মাথায় বিএনপির সমাবেশ শেষে নেতাকর্মীরা সোনাগাজীর জিরো পয়েন্টের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। ইটের আঘাতে আহত হন সার্কেল এএসপি মাশকুর। তার মাথা ও তলপেটে আঘাত লেগেছে।
বিএনপি অবস্থান নিয়ে কর্মসূচি করছে শরতলীর ভৈরব রাস্তার মাথায়। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে শহরের জিরো পয়েন্টে। আর আগে সকাল থেকেই থেমে থেমে চলছিল সংঘর্ষ।
এদিকে বিএনপি তাদের ৫ কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু।
সকাল থেকে পৌর শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রাখতে দেখা গেছে। সড়কে মানুষের চলাচলও রয়েছে অন্যান্য দিনের তুলনায় কম। এদিকে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সোনাগাজীতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে কর্মসূচি নিয়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পৌর শহরের টহল জোরদার করেছে পুলিশ।
আরও পড়ুন: আ’লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি: পেকুয়ায় ১৪৪ ধারা জারি
বিএনপি-পুলিশ সংঘর্ষ: ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে ৩ মামলা