২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির অংশ হিসেবে ফখরুল দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল ৭টায় সাভারের জাতীয় সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে তারা দিবসটি উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ জামানত হারাবে: ফখরুল
এছাড়া সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
দিবসটি পালনে জাতীয় পত্রিকায় ক্রোরপত্র প্রকাশের ব্যবস্থাও নেবে বিএনপি।
আগামী ২৫ মার্চ মহানগর নাট্যমঞ্চে বা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে দলটি।
আগামী ২৭ মার্চ, বিএনপির মুক্তিযোদ্ধা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ করবে।
আরও পড়ুন: যমুনা নদী সংকীর্ণকরণ প্রকল্প বাতিলের দাবি বিএনপির
সারাদেশে বিএনপির সকল জেলা, উপজেলা ও পৌরসভা শাখা এবং দলের সকল সহযোগী সংগঠনও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।
সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, দেশে গণতন্ত্র না থাকায় এবার স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ‘স্বাধীনতা দিবস এখন আরও প্রাসঙ্গিক এবং এটি আমাদের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।’
তিনি বলেন, তাদের দল ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা রক্ষার নতুন শপথ নেবে।
স্বাধীনতা দিবসের আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অন্য রাজনৈতিক রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ফখরুল।
আরও পড়ুন: আওয়ামী লীগ ‘অস্বাভাবিক চোর’: ফখরুল