তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক যে, সরকার ব্যাপক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ভঙ্গুর করে দিয়েছে। সুতরাং, এখন জনগণ কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।’
অনলাইন কর্মসূচির মাধ্যমে করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সিলেটে দক্ষিণ সুরমা জাতীয়তাবাদী ফোরামের স্বাস্থ্যসেবা পরিষেবা উদ্বোধন করার সময় বিএনপি নেতা এই অভিযোগ করেন।
হাসপাতালের ‘নির্মম’ অবস্থার চিত্র তুলে ধরে ফখরুল বলেন, অক্সিজেন, ভেন্টিলেটর এবং অন্যান্য স্বাস্থ্যসেবার অভাবে মানুষ সেখানে মারা যাচ্ছে।
তিনি বলেন, অক্সিজেন, গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার এবং অন্যান্য করোনার প্রতিরক্ষামূলক সরঞ্জাম এবং উপকরণগুলোর দাম সরকারের নিয়ন্ত্রণের অভাবে বেড়ে চলেছে। ‘আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের কোনও উদ্যোগ নেই।’
ফখরুল বলেন, করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ নয়, কারণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পরও ভিয়েতনাম, কিউবা, চীন এবং নিউজিল্যান্ড এটিকে সফলভাবে নিয়ন্ত্রণ করেছে।
তিনি বলেন, করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে যদি সরকারের ইচ্ছা থাকতো, তাহলে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পড়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো করতে জনগণকে উৎসাহিত করতে পারত।
তিনি আশঙ্কা করে বলেন, ঈদুল আজহা উপলক্ষে জনসমাগম ও ভিড় ঠেকাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ভাইরাসটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।
ফখরুল জানান, গত কয়েকদিনে করোনাভাইরাস প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ায় সিলেট এখন এ ভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে।
এ পরিস্থিতিতে তিনি সরকার উদাসীন হলেও স্থানীয় বিএনপি নেতাদের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।